রাজবাড়ীতে সরকারী সহায়তা পাবার আগেই মারা গেলেন দু’জন-
রাজবাড়ী বার্তা ডট কম :
সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে ক্যান্সার, কিডনী, লিবার সিলোসিস, প্যারালাইস ও জন্মগত হৃদরোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় দরিদ্র মানুষদের সহায়তা প্রদান করে থাকে। তবে আবেদনের পর যাচাই-বাছাই এর দীর্ঘসূত্রীতার কারণে যথা সময়ে আর্থিক সহায়তা পাবার আগেই মারা যান অনেকে। এমনই ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দিতে। সেখানে আর্থিক সহায়তার জন্য মনোনিত হয়েছিলেন পাঁচ জন। যার মধ্যে দুই জনই ওই সহায়তা পাবার আগেই মারা গেছেন। গতকাল মঙ্গলবার বিকালে বেঁচে থাকা ওই তিন জনের হাতে সহায়তার চেক তুলে দেয়া হয়েছে। প্রধান অতিথি হিসেবে চেক তুলে দেন, রাজবাড়ীর জেলা প্রশাসক জিনাত আরা।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুফিয়া ইয়াসমিন, থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ এহিয়াতুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা খায়রুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, কৃষি অফিসার সাখাওয়াত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কিডনী রোগে আক্রান্ত উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী পশ্চিমপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আমির হোসেনকে ৫০ হাজার টাকার, ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বুধোই শেখের ছেলে শিশু রাকিব শেখকে ৫০ হাজার টাকার ও ঠাকুর নওপাড়া গ্রামের কাশেম মন্ডলের ছেলে মুনছুর আলী মন্ডলকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ এহিয়াতুজ্জামান জানান, কয়েক মাস আগে অপর দুই রোগী মারা যাওয়া তাদেরকে আর আর্থিক অনুদানের চেক দেয়া সম্ভব হয়নি। ফলে ওই দুই জনের নামে আসা ৫০ হাজার করে এক লাখ টাকার চেক ফেরৎ পাঠিয়ে দেয়া হবে।