রাজবাড়ীতে “দি চেঞ্জ মেকার” এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

- Update Time : ০১:১২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সক্রিয় সংগঠন “দি চেঞ্জ মেকার” আয়োজন করল একটি ফ্রি মেডিকেল ক্যাম্প। এই স্বাস্থ্য সেবামূলক উদ্যোগে গত রবিবার (৮ জুন) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত প্রায় ২৫০ জনেরও বেশি রুগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।
উল্লেখযোগ্যভাবে, স্বল্প পরিসরে আয়োজিত এই ক্যাম্পটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। তিনজন অভিজ্ঞ চিকিৎসক ও প্রশিক্ষিত মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের সহায়তায় ক্যাম্পটি পরিচালিত হয়।
“দি চেঞ্জ মেকার” সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাশেদুল ইসলাম, ঋঈঅ। তার নেতৃত্বেই সংগঠনটি রাজবাড়ীতে স্বাস্থ্য ও শিক্ষাখাতে গঠনমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন পারভেজ খান (সাব-রেজিস্ট্রার, ভাঙ্গা, ফরিদপুর), রিয়াজুল ইসলাম (অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) এবং ডা. তোফায়েল নাদেরসহ আরও অনেকে।
ক্যাম্পে আসা একজন স্থানীয় নারী বলেন, “আমরা অনেকেই ডাক্তার দেখাতে পারি না টাকার অভাবে। আজকে এখানে এসে চিকিৎসা নিতে পেরে অনেক উপকার হলো। ওষুধও পেয়েছি। আল্লাহ ‘দি চেঞ্জ মেকার’ সংগঠনকে ভালো রাখুক।”
সংগঠনের সভাপতি রাশেদুল ইসলাম বলেন, “আমরা চাচ্ছি রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে। এই ফ্রি মেডিকেল ক্যাম্প ছিল আমাদের একটি ছোট পদক্ষেপ, কিন্তু আমরা নিয়মিতভাবে আরও বড় পরিসরে এমন আয়োজন করতে চাই।”
স্থানীয়ভাবে এই আয়োজন সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং অনেকেই এমন মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়