অস্ত্র দিয়ে নারীকে ফাঁসানোর ঘটনায় রাজবাড়ীতে দু’ব্যাক্তি গ্রেপ্তার

- Update Time : ১১:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
- / ৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা ডিবি পুলিশের অভিযানে অস্ত্র ও গুলিসহ সুমি খাতুন (২৫) নামে এক নারীকে ফাঁসানোর ঘটনায় ২ জনকে গ্রেপ্তার করেছে। ওই নারী রাজবাড়ী সদরের ভবানীপুর লাল মিয়া সড়কের মীর আব্দুর রাজ্জাকের মেয়ে।
এ ঘটনায় গত ৩ জুন সন্ধ্যা ৬ টার সময় রাজবাড়ী সদর উপজেলার বড় ভবানীপুর গ্রামের মৃত সিদ্দিক শেখের ছেলে মোঃ মিরাজ শেখকে রাজবাড়ী রেলের মাঠ থেকে এবং গত ৪ জুন সন্ধ্যা সাড়ে ৬ টার সময় ভবানীপুর গ্রামের মৃত ছরোয়ার হোসেনের ছেলে মোঃ বুলবুল হোসেনকে রাজবাড়ী সদরের বড়বাজার ছরোয়ার ট্রেডার্স নামক দোকান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
গত সোমবার রাত পৌনে ৮ টার সময় সদর থানার ভবানীপুর লালমিয়া সড়কের সুমি খাতুননের নিজ বাড়ির বসত ঘরের ভিতর থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান সহ দুইটি তাজা কাতুজ সহ সুমি খাতুনকে গ্রেপ্তার করে ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ মফিজুল ইসলাম বলেন, জেলা গোয়েন্দা শাখার টিম রাজবাড়ী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে রাজবাড়ী জেলার সদর থানার ভবানীপুর লালমিয়া সড়ক পলাতক আসামি আনোয়ার হোসেনের বাড়ি থেকে মোসাঃ সুমি খাতুন কে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, সিসি টিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা উদঘাটনে মাঠে নামি। জানতে পারি ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধে তাকে অস্ত্র গুলি দিয়ে ফাঁসানোর চেষ্টা করে। পরে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বুধবার বিকেলে রাজবাড়ী আদালতে স্বীকারোক্তি প্রদান করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়