রাজবাড়ীতে টানা বৃষ্টিতে ফসলী জমিতে পানি, চাষিদের ক্ষতির আশঙ্কা

- Update Time : ০৯:৪৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ৯ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে টানা তিনদিন ধরে অব্যাহত বৃষ্টির ফলে সদ্য আবাদকৃত ফসলী জমিতে পানি জমে চাষিদের মধ্যে দুশ্চিন্তা দেখা দিয়েছে। পাট, তিল, সবজি এবং বোরো ধানসহ বিভিন্ন ফসল তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা।
জেলার বিভিন্ন এলাকায় মাঠ পর্যায়ের কৃষকরা জানান, বৃষ্টির পানি জমে ফসলের গোড়া পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে পাট ও তিলের ক্ষেত্রে পানি বেশি দিন স্থায়ী হলে পুরো ফসল নষ্ট হয়ে যেতে পারে। অনেক জায়গায় ইতোমধ্যেই ফসল ডুবে গেছে, যদি দ্রুত পানি নামানো না যায় তবে চাষিরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন।
একজন কৃষক বলেন, “কয়েকদিন আগেই জমিতে পাট বপন করেছি। এখন জমিতে হাঁটু পানি। এভাবে আর কয়েকদিন থাকলে পাটের কিছুই থাকবে না।”
রাজবাড়ী কৃষি অফিস সূত্রে জানা গেছে, বৃষ্টির কারণে ক্ষতির আশঙ্কা থাকলেও এখনই হতাশার কিছু নেই। যদি সামনে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে এবং পানি দ্রুত নেমে যায়, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কম হতে পারে।
এদিকে, টানা বৃষ্টির পাশাপাশি পদ্মা নদীতে পানি কিছুটা বাড়লেও এখনও তীরবর্তী ফসলী জমিগুলো প্লাবিত হয়নি। তবে কৃষকরা সতর্ক রয়েছেন এবং আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন।
কৃষি বিভাগ চাষিদেরকে পরামর্শ দিয়েছে, জমিতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে এবং ফসলের গোড়ার পচনরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়