রাজবাড়ীতে ‘সাকসেস আইটি বিডি’র প্রতারণার অভিযোগ

- Update Time : ০৯:৩৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫
- / ১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় অবস্থিত রাবেয়া টাওয়ারের দ্বিতীয় তলায় পরিচালিত ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্র সাকসেস আইটি বিডি-এর বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ সাইফুল ইসলাম শিমুলের বিরুদ্ধে প্রায় ৩ শতাধিক বেকার তরুণ-তরুণীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে প্রায় ২ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।
রাজবাড়ী সদর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী রাকিব খান জানান, প্রতিষ্ঠানটি ‘ফ্রিল্যান্সিং শেখার’ লোভ দেখিয়ে ভর্তি ফি বাবদ জনপ্রতি ৮ হাজার ৫ শত টাকা করে নেয়। কিন্তু দীর্ঘ ১০ মাস পেরিয়ে গেলেও প্রতিশ্রুত কোর্স সম্পন্ন হয়নি। প্রতিষ্ঠানটিতে নেই কোনো পেশাদার কোর্স বা যোগ্য প্রশিক্ষক।
প্রতারিত শিক্ষার্থীরা জানান, সাইফুল ইসলাম নিজেকে ‘ফ্রিল্যান্সিং গুরু’ দাবি করে নানা লোভনীয় প্রলোভনে ফাঁদ পেতে শিক্ষার্থী ভর্তির কাজ চালিয়ে যান। প্রতিটি নতুন ভর্তি শিক্ষার্থীর জন্য কমিশন, বিদেশ ভ্রমণের আশ্বাসসহ নানা অফার দিয়ে অধিক শিক্ষার্থী জড়ো করতেন। এমনকি অনেকের কাছ থেকে কম্পিউটার দেওয়ার নামে ৫০-৬০ হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে।
শুধু আর্থিক প্রতারণা নয়, সাইফুল ইসলামের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ ভয়াবহ মানসিক হয়রানির অভিযোগও তুলেছেন একাধিক নারী শিক্ষার্থী। ব্ল্যাকমেইল ও ব্যক্তিগত ভিডিও ভাইরালের হুমকি দিয়ে নানা অনৈতিক কর্মকাণ্ডে জড়ানোর চেষ্টা করেছেন বলেও অভিযোগ উঠেছে।
সাইফুল ইসলাম শিমুল রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মাটিপাড়া গ্রামের সোহরাব মন্ডলের ছেলে। তার ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে রবিবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রতারিত শিক্ষার্থীরা দ্রুত সাইফুল ইসলামের গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়