রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৪০:১০ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ২৭ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর জেলা আইন-শৃঙ্খলা কমিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির সভা। সভায় সভাপতিত্ব করেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তার। আজ সোমবার সকালে রাজবাড়ীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মারুফ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: আবু রাসেল, রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ, জেলার সকল উপজেলা নির্বাহী অফিসারগণ এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
সভায় রাজবাড়ী জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সড়ক নিরাপত্তা বিষয়ে করণীয় নিয়ে মতবিনিময় করা হয়। সভায় সংশ্লিষ্ট বিষয়সমূহে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় বক্তারা জেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সাধারণ জনগণের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়