রাজবাড়ীতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

- Update Time : ০৯:৩৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
- / ১৬ Time View
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“শুভ কাজে সবার পাশে”-এই স্লোগানকে সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাত শতাধিক শিক্ষার্থীর মধ্য থেকে বাছাইকৃত ৪০ জন ছাত্রী চিত্রাংকনে অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির।
এছাড়াও বক্তব্য রাখেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও অংকুর স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক নাজমুল আলম চৌধুরী, উপদেষ্টা ও সদর উপজেলার বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপিঠের প্রধান শিক্ষক সেলিনা খাতুন, উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি ও শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক ও মীর মোশাররফ হোসেন কলেজের সহকারী অধ্যাপক রাজ্জাকুল আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক ও সহকারী শিক্ষক হাফিজুর রহমান।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এবং সুস্থ সংস্কৃতি চর্চায় উৎসাহ দিতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে অসামান্য অবদান রেখে চলেছে। এ গ্রুপের প্রতিষ্ঠিত ইষ্টওয়েষ্ট মিডিয়া গ্রুপের থাকা দৈনিক কালের কণ্ঠ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ডেইলী সান, টেলিভিশন নিউজ২৪ ইতোমধ্যেই মিডিয়া জগতে সারা ফেলেছে এবং নিরপেতক্ষতার সাথে কাজ করছে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছর ধরে বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা গঠন মূলক শিক্ষা কার্যক্রম এবং হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে নানা রকম কাজ করে আসছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রধান অতিথি বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার প্রধান উপদেষ্টা ও রাজবাড়ী সরকারি কলেজের সাবেক সহকারী অধ্যাপক কবি সালাম তাসির বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা বিদ্যালয়ের হতদরিদ্র শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান, স্কুল ব্যাগ, কলম-খাতাসহ নানা রকম শিক্ষা উপকরণ প্রদান, সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের নানা ধরণের রোগ-বালাই দুরিকণে বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে সরাসরি প্রশ্ন-উত্তর পর্ব পরিচালনা করেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো করোনাকালিন ওই কঠিন সময়ে সাধারণ মানুষের মাঝে হ্যান্ডস্যানিটাইজার, মাক্সসহ কয়েক সহস্রাধিক পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা। জেলা শাখার সদস্যদের অক্লান্ত পরিশ্রমে এগিয়ে চলা এ সংগঠনকে মানুষের কল্যাণে আরো নিবেদিত ভাবে কাজ করতে এটাই তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি চিত্রাংকনসহ শিক্ষামূলক এক কার্যক্রম জেলা প্রতিটি বিদ্যালয়ে ছড়িয়ে দেবার জন্য অহবান জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়