পহেলা বৈশাখে রাজবাড়ীতে মহিলা পরিষদের ট্রাকে করে শোভাযাত্রা

- Update Time : ০৭:২২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে বাংলাদেশ মহিলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা। সোমবার (১৪ এপ্রিল) সকালে সংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি ট্রাকে করে শোভাযাত্রাটি বের করা হয়, যা রাজবাড়ী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
উক্ত আয়োজনে অংশগ্রহণ করেন বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক অ্যাডভোকেট দেবাহুতি চক্রবর্তী, বিভাগীয় সংগঠক লাইলী নাহার, সহ-সভাপতি সবিতা চন্দসহ জেলা কমিটির নেতৃবৃন্দ, সদর উপজেলা কমিটি, সাধারণ সদস্য এবং উপদেষ্টা মন্ডলির সদস্যরা।
রঙিন ব্যানার, ফেস্টুন ও লোকজ সাজে সজ্জিত ট্রাক এবং অংশগ্রহণকারীদের ঐতিহ্যবাহী পোশাক শোভাযাত্রায় নতুন মাত্রা যোগ করে। পুরো শহরজুড়ে শোভাযাত্রাটি ছড়িয়ে দেয় বৈশাখী আমেজ ও বাঙালিয়ানার বার্তা।
শোভাযাত্রা শেষে সংগঠনের নেত্রীরা বলেন, “নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই দিনে আমরা নারীর অধিকার, সমান সুযোগ এবং সামাজিক ন্যায়বিচারের দাবিকে সামনে নিয়ে আসতে চাই।”
বাংলাদেশ মহিলা পরিষদের এই আয়োজন রাজবাড়ীতে নববর্ষ উদযাপনকে করেছে আরও অর্থবহ ও সচেতনতামূলক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়