রাজবাড়ীতে আন্তঃজেলা শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, উদ্ধার লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার

- Update Time : ০৬:৪৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
- / ৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে বোমা খোরশেদ (৫৯)-কে ঢাকার আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
রবিবার দুপুরের রাজবাড়ীর পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
তিনি আরো জানান, গত বছরের ২৬ নভেম্বর ২০২৪ থেকে ১৮ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত সময়ে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় মোট চারটি ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি মামলাতেই ডাকাতি ও অস্ত্র ব্যবহারের অভিযোগে ৩৯৫/৩৯৭ ধারায় মামলা দায়ের হয়। তদন্তে জানা যায়, খোরশেদের নেতৃত্বে একটি পেশাদার ডাকাত দল এসব ডাকাতি সংঘটিত করে।
গত ১২ এপ্রিল ২০২৫ খ্রিষ্টাব্দ বিকাল ১টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে লুণ্ঠিত ৪০,০০০ টাকা, ৫ আনা ১ রতি ওজনের এক জোড়া কানের দুল, ২ আনা ওজনের একটি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮টি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে উক্ত ডাকাত চক্রের আরও ৬ সদস্য গ্রেপ্তার হয়েছে, যাদের মধ্যে ২ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার, রাজবাড়ী সদর থানার ওসি মোঃ মাহমুদুর রহমান, রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মফিজুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়