অটোরিক্সার পৌর পার্কিং ফি এককালীন করার দাবিতে রাজবাড়ীতে সাংবাদিক সম্মেলন

- Update Time : ১১:৪২:৪৮ অপরাহ্ন, রবিবার, ৬ এপ্রিল ২০২৫
- / ৭ Time View

module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (200, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে অটোরিক্সার পৌরসভার পার্কিং ফি প্রতিদিন ১০ টাকা হারে প্রতিবছরে এককালীন ৩ হাজার ৬শ টাকার মাধ্যমে নাম্বার প্লেট প্রদানে এক দফা দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে জেলা শহরের ১ নং রেলগেট অটোস্ট্যান্ডে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের আয়োজনে এই সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে লিখিত বক্তব্য পাঠ করেন, রাজবাড়ী জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মোঃ শাহ আলম।
সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী জেলা অটো বাইক মালিক ও চালক ঐক্য পরিষদের সভাপতি হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুল গফুর মন্ডল।
অন্যান্যের মধ্যে সংগঠনের কার্যকরি সভাপতি আব্দুস সালাম ব্যাপরিসহ অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, রাজবাড়ীর পাশবর্তী জেলা ফরিদপুর ও কুষ্টিয়ায় অটোরিক্সার পার্কিং রাজবাড়ীর চেয়ে অনেক কম। কিন্তু রাজবাড়ীতে প্রতিদিন ৩০ থেকে ৪৫ টাকা হারে পাকিং ফির নামে জোরপূর্বক চাঁদা আদায় করা হয়। যা অটো শ্রমিকদের জন্য কষ্টসাধ্য। সাধারণ খেটে খাওয়া শ্রমিকদের কথা চিন্তা করে আগামী পহেলা এপ্রিল থেকে অটোরিক্সা থেকে প্রতিদিন ১০ টাকার বেশি পার্কিং ফি নেওয়া যাবে না এবং বছরে এককালীন ৩ হাজার ৬শ টাকা নিয়ে অটোরিক্সার নম্বর প্লেট দিতে হবে। ২৪ ঘন্টার মধ্যে রাজবাড়ী প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে আগামী ৯ এপ্রিল রাজবাড়ীতে অনিদ্দিষ্ঠকালের জন্য সকল অটোরিক্সা চলাচল বন্ধ করে দেওয়া হবে এবং কেই সাথে ইজারাও বন্ধ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়