রাজবাড়ীর বরাটে প্রবাসীর স্ত্রীকে হত্যার অভিযোগ

- Update Time : ১১:১৮:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫
- / ১৮ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সালমা বেগম (২৫) নামে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার পর ঘর থেকে টাকা লুটের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৬টার দিকে সদর উপজেলার বরাট ইউনিয়নের হাউলিজয়পুর গ্রামে স্বামীর বাড়ির ঘরের খাটের ওপর সালমা বেগমের গলায় ওড়না পেচানো মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা।
সালমা বেগম হাউলি জয়পুর গ্রামের সৌদি আরব প্রবাসী আজাদ মল্লিকের স্ত্রী।পরিবারে সাদিক নামে সাত বছর বয়সি এক ছেলে ও সিনহা নামে পাঁচ বছর বয়সি এক মেয়ে রয়েছে।
সালমার শ্বাশুড়ি লতা বেগম জানান, ঈদের দিন গত সোমবার (৩১ মার্চ) দিবাগত রাত ১১ টার দিকে সালমা দুই শিশু সন্তান নিয়ে নিজ ঘরে ঘুমাতে যায়। অন্য ঘরের এক কক্ষে আমি ও আমার ছোট ছেলে রাহাত ঘুমাই, আরেকটি কক্ষে আমার বড় ছেলে আমজাদ ও তার স্ত্রী মিম ঘুমায়। সকাল ৬ টার দিকে আমি ঘুম থেকে উঠে সালমার ঘরের সামনে গিয়ে নাতি সাদিককে ডাক দেই। এসময় সাদিক ঘরের ভেতর থেকে কান্না করে বাইরে থেকে দরজা খুলতে বলে। তখন আমি দেখি ঘরের দরজা বাইরে থেকে আটকানো। আমি দরজা খুলে ঘরের ভেতর ঢুকে দেখি সালমা খাটের ওপর উপুর রয়েছে। তার শরীর কাঁথা দিয়ে ঢাকা এবং গলায় ওড়না দিয়ে টাইট করে পেঁচানো। তার দুই পাশে দুই সন্তান বসে আছে।
লতা বেগম আরো বলেন, আমার ছেলে ঈদের আগে সৌদি আরব থেকে এক লাখ টাকার উপরে পাঠিয়েছে। সালমাকে হত্যা করে ঘর থেকে টাকা ও সালমার নাকের নাকফুল নিয়ে গেছে।
সালমার সাত বছর বয়সি ছেলে সাদিক বলে, রাতে আমাদের ঘরে তিন জন এসেছিল। দুই জনের মুখে মুখোশ পড়া ছিলো। তারা আমার আম্মুকে মেরেছে।
হেমায়েতের পরিচয় জানতে চাইলে সাদিক বলে, আমরা যখন ঢাকায় থাকতাম তখন হিমায়েত আমাদের আঙ্কেল হতো।
এদিকে সালমার শ্বশুরবাড়ির কিংবা বাবার বাড়ির কোন সদস্য হিমায়েত নামে কাউকে চিনেন না বলে জানিয়েছেন। আজাদ ও সালমা ঢাকায় থাকাকালে হিমায়েত নামে কারো সাথে পরিচয় থাকতে পারে বলে ধারণা তাদের।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, সালমা বেগমের গলায় ওড়না পেঁচানো মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।ঘটনার কারণ উদঘাটন ও এরসঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়