পাংশায় ইফতারের দাওয়াত দিতে গিয়ে ধাক্কায় প্রবাসীর স্ত্রী’র মৃত্যু

- Update Time : ১১:৩১:০১ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫
- / ১১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ট্রেনের ধাক্কায় তানিয়া আক্তার ইতি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রী’র মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৯ মার্চ) সকাল ৯টার দিকে উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বাবুপাড়া (বড়পুল) রেল ব্রীজের পশ্চিম পার্শ্বে এ ঘটনা ঘটে। নিহত তানিয়া বাবুপাড়া ইউনিয়নের সৌদি প্রবাসী তারিকুল ইসলামের স্ত্রী। জানা গেছে, গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী সাঁটল ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানায়, নিহতের বাড়িতে আজ রোজাদারদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন ছিল। তাই রোজাদারদের দাওয়াত দিতে সে বাড়ি থেকে বের হয়েছিল। এসময় ট্রেনের সাথে ধাক্কা লেগে তার মৃত্যু হয়। নিহতের ৮ বছরের একটি ছেলে ও ৩ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তার এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
বাবুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইমান আলী সরদার বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পারি। পরবর্তীতে নিহতের স্বজনদের ফোন করে জানতে পারি বাবুপাড়া রেল ব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সালাউদ্দিন বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। রাজবাড়ী রেলওয়ে থানার (ওসি) সাফুর আহমেদ বলেন, বিষয়টি এইমাত্র অবগত হয়েছি। খোঁজখবর নিয়ে দেখছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়