রাজবাড়ীতে পল্লীবিদ্যুতের চুক্তিভিত্তিক কর্মচারীদের মানববন্ধন অনুষ্ঠিত

- Update Time : ১০:১৪:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
- / ৭৭ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পল্লীবিদ্যুতায়ন বোর্ড ও পল্লীবিদ্যুত সমিতিকে একিভূতকরন-চুক্তিভিত্তিক কমচারীদের চাকরী নিয়মিত করন, সমিতির ২৪ জন কর্মকর্তার চাকরী পূনর্বহাল ও ৬ জন গ্রেপ্তার কৃত কর্মকর্তা কর্মচারীদের মুক্তির দাবীতে মানববন্ধ করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সাধারণ গ্রহকরা।
আজ শনিবার বিকাল সাড়ে তিন টার দিকে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, কর্মচারী ও সাধারন গ্রহকদের আয়োজনে রাজবাড়ী পল্লীবিদ্যুত সমিতির কার্যালয়ের সামনে এ মানববন্ধ করেন তারা।
এসময়, ২৪ জন পল্লী বিদ্যুত সমিতির কর্মকর্তাকে তাদের চাকরি পূনর্বহাল ও গ্রেপ্তার হওয়া ৬ জন কে বিনা বিচারে ছেড়ে দেওয়ার কথা জানান।এসময় বাংলাদেশ পল্লীবিদ্যুত বোর্ড (বিআরইবি) কতৃক নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় ও সরবরাহ করা, প্রয়োজনীয় মালামাল ও জনবলের কৃত্তিম সংকট তৈরী করে গ্রাহক পর্যায়ে বিভ্রান্তিমূক তথ্য ছড়িয়ে পল্লীবিদ্যুত সমিতির কর্মকর্তা কর্মচারীগনকে হয়রানি করাসহ সব দূর্নীতিবাজদের গ্রেপ্তার করতে প্রশাসনকে অনুরোধ জানান। গ্রাহক প্রান্তে নিরবিচ্ছিন্ন বিদ্যুত সরবরাহের জন্য দ্বৈতনীতি পরিহার করে পল্লীবিদ্যিত সমিতি ও পল্লীবিদ্যুতায়ন বোর্ডকে একীভূতকরন করতে হবে।অভিন্ন চাকুরী বিধি প্রনয়ন ও সকল চুক্তিভত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিত করনের দাবী জানান বক্তারা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়