রাজবাড়ীর ডাঃ আবুল হোসেন কলেজের সভাপতি মনোনীত হলেন খৈয়ম
- Update Time : ১১:৪৯:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪
- / ৪৩৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর শহরের ঐতিয্যবাহি ডাঃ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক এডহক কমিটির নতুন সভাপতি মনোনীত হয়েছেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
গত ৩রা অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে নতুন এই এডহক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়াও নতুন এডহক কমিটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত সদস্য হয়েছেন নাইয়ার সুলতানা।
প্রজ্ঞাপনে বলা হয়, এছাড়াও প্রতিষ্ঠাতা কিংবা দাতা সদস্য বা বিদ্যোৎসাহী সদস্যদের মধ্যে থেকে ১জন সদস্য হবেন যা সভাপতি কর্তৃক মনোনীত হবেন, প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে শিক্ষকদের মধ্যে থেকে একজন সদস্য হবেন এবং পদাধিকার বলে সদস্য সচিব হবেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, এডহক কমিটির মেয়াদ হবে ৬ মাস। এই ৬মাসের মধ্যে নিয়মিত গর্ভনিং বডি গঠনের কার্যক্রম অবশ্যই সম্পূর্ণ করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়