অভ্যন্তরিন কোন্দলের জের ধরে রাজবাড়ীর চরমপন্থি নেতা সুশিলকে গুলি করে ও কুপিয়ে হত্যা
- Update Time : ০৯:১০:২৯ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ১১১১ Time View
filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
সিরাজুল ইসলাম,রাজবাড়ী বার্তা ডট কম :
অভ্যন্তরিন কোন্দলের জের ধরে রাজবাড়ীর গোয়ালন্দে চরমপন্থি নেতা সুশিল কুমার সরকার (৫৮) কে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে। তিনি গোয়ালন্দ ঘাট থানার ভোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের মনিন্দ্রনাথ সরকারের ছেলে।
আজ রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কাটাখালী এলাকার ইমদাদুলের চায়ের দোকানের পাশে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, সন্ধ্যার পূর্বে ফরিদপুর থেকে এসে উপজেলার কাটাখালী এলাকার জনৈক ইমদাদুলের চায়ের দোকানের পাশে চা’পান করছিলেন সুশিল কুমার সরকার। ওই সময় গলায় কুপিয়ে ও গুলি করে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। পরে লোকজন তার লাশ পড়ে থাকতে দেখে। তার ভাই সুনিল কুমার সরকার উদ্ধার করে দ্রুত গোয়ালন্দ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সুশিল কুমার সরকারের ভাই সুনিল কুমার সরকার বলেন, চরমপন্থিরা অভ্যন্তরিন কোন্দলের জের ধরে তার ভাইকে গলায় কুপিয়ে ও এলোপাথারী গুলি করে পালিয়ে যায়। লোকজনের কাছে শুনে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম বলেন, সুশিল কুমার সরকারের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৩টি অস্ত্র ও ২টি হত্যাসহ ৫টি মামলা রয়েছে। কি কারণে এ হত্যাকান্ড বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোছা ঃ শামিমা পারভীন জানান, সুশিল এ অঞ্চলের একজন চিহ্নিত চরমপন্থী নেতা। তিনি ধারনা করছেন চরমপন্থীদেও অভ্যন্তরিন কোন্দলের জের ধরেই এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। তবে অন্যকোন কারণে এ হত্যাকান্ড সংঘঠিত হয়েছে কি না তা তদন্ত শেষে বলা সম্ভব হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়