রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩, যান চলাচল ব্যাহত
- Update Time : ০৮:৫৬:০১ অপরাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪
- / ৩৯৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের নতুন রাস্তা এলাকায় দ্রুত গতির চাউল ভর্তি ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক ও সহকারীসহ ৩ জন আহত হয়েছে।
এ ঘটনায় আহত ট্রাকের চালক ও তার সহকারীকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ রবিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় মহাসড়কের উপর ট্রাকটি উল্টে পড়ে থাকায় ব্যাহত হয় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যান চলাচল। পড়ে ট্রাফিক পুলিশের সহায়তায় প্রায় এক ঘন্টার চেষ্টায় স্বাভাবিক হয় যান চলাচল।
এদিকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত আহতদের নাম পরিচয় জানা যায় নাই।
স্থানীয়রা নূর মোহাম্মদ বলেন, ঢাকা থেকে রাজবাড়ীর দিকে আসা এক চিকিৎসকের প্রাইভেটকার অন্য একটি গাড়ি ওভারটেক করতে গিয়ে নতুন রাস্তা এলাকায় বিপরীত দিক থেকে আসা ঢাকামূখী চাউল ভর্তি বড় ট্রাকের সাথে মূখোমুখি সংঘর্ষ হয়। এ সময় প্রাইভেটকারের সামনের অংশ দুমরে মুচরে যায় এবং ট্রাকের পেছনের চাকার এক্সেল ভেঙ্গে সড়কের উপর উল্টে পরে । পড়ে আহত অবস্থায় ট্রাকের চালক ও তার সহকারীকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। চালকের সহকারীর অবস্থা কিছুটা খারাপ। মূলত দোষ প্রাইভেটকার চালকের।
আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল শেখ জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে আহত বা নিহত কাউকে পান নাই।
রাজবাড়ী ট্রাফিক ইন্সপেক্টর তারক চন্দ্র পাল বলেন, এ ঘটনার পর আধা ঘন্টা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হয়। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়