হেলমেট পরিহিত চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজবাড়ীর এসপি
- Update Time : ১১:১১:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪
- / ৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সহায়তায় রাজবাড়ীতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে শহরের বড়পুল মোড়ে কার্যক্রমের উদ্বোধন করেন পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন। কার্যক্রম চলাকালে হেলমেট পরিহিত চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি। হেলমেট বিহীন চালকদের হেলমেট ক্রয় সাপেক্ষে প্রাথমিক পর্যায়ে সতর্ক করা হয়।
নবাগত পুলিশ সুপারের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন জেলার মোটরসাইকেল চালকেরা। তারা বলেন, পুলিশের এই কার্যক্রম ভালো উদ্যোগ। পুলিশের এই উদ্যোগ আগেও ছিল। সেটি শতভাগ বাস্তবায়নের জন্য কঠোর আইন প্রয়োগ প্রয়োজন।
কার্যক্রম উদ্বোধন শেষে পুলিশ সুপার মোছা. শামিমা পারভীন সাংবাদিকদের বলেন, সকলের জীবনের নিরাপত্তার জন্য এই কর্মসূচি দিয়েছি। প্রাথমিক পর্যায়ে চালকদের সচেতন করছি, এরপর আইন প্রয়োগ করা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মুকিত সরকার, ট্রাফিক ইন্সেপেক্টর তারক চন্দ্র পাল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী মো. সাইদুজ্জামান সাকিবসহ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়