রাজবাড়ীতে এবার বাড়ছে দুর্গাপূজার মন্ডপ সংখ্যা, এসপি’র মতবিনিময় সভা
- Update Time : ১০:৪৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
- / ১৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মীয় নেতাদের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর নবগত পুলিশ সুপার মোছা : শামিমা পারভীন। আজ মঙ্গলবার বিকাল ৩টার দিকে রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার মোছা : শামিমা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়েছে আগামী ৯ অক্টোবর ষষ্ঠি পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা এবং ১৩ অক্টোবর বিজয় দশমীর মধ্য দিয়ে এ পূজার সমাপ্তি হবে। বিগত বছর ৪শত ৪১টি মন্ডপে এই পূজা হয়। এবার তা বৃদ্ধি পেয়ে ৪শত ৪৭টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। সভায় সুষ্ঠ ও শান্তি পূর্ণ পরিবেশে আগত শারদীয় দুর্গাপূজা পালন করতে নানা বিষয়ে আলোচনা করা হয়। সেই সাথে স্বেচ্ছাসেবক বৃদ্ধির কথাও বলা হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত, সাধারণ সম্পাদক স্বপন কুমার দাসসহ সকল উপজেলা শাখার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়