রাজবাড়ীতে সাংবাদিকদের মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কমসূচী পালন
- Update Time : ০৯:২১:২৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৬৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“হিংসা আর সংঘাত নয়, বৈষম্যহীন স্বাধীন গণ মাধ্যম চাই”- এই স্লোগানকে সামনে রেখে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিকদের উপর হামলা ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রাজবাড়ীতে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কমসূচী পালন করা হয়েছে।
রাজবাড়ীতে কর্মরত গণমাধ্যমকর্মীদের উদ্যোগে বুধবার সকাল সাড়ে ১০টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ঘন্টা ব্যাপী এ সব কর্মসূচী পালন করা হয়। শুরুতে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচী পালন করার পর জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বিক্ষোভ মিছিল। মিছিল শেষে রেলগেট শহীদ স্মৃতি স্তম্ভে অবস্থান কর্মসূচীতে মিলিত হয়।
কর্মসূচী চলাকালে বক্তৃতা করেন, বিক্ষোভ সমাবেশ রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি ও বাংলানিউজের জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু, সহ-সম্পাদক ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদ রায়হান, রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, চ্যানেল টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি দেবাশীষ বিশ্বাস, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও সময় টিভির জেলা প্রতিনিধি আশিকুর রহমান, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি মিঠুন গোস্বামী, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ মামুন, কিষ্ণ সরকার বক্তব্য রাখেন।
এ সময় সিনিয়র সাংবাদিক ও এসএ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি সাজিদ হোসেন, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, যমুনা টিভির জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি শেখ রঞ্জু আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি ও দৈনিক মাতৃকন্ঠের চীফ রিপোর্টার আসহাবুল ইয়ামিন রয়েন, রিপোর্টার্স ইউনিটির অর্থ বিষয়ক সম্পাদক ও মাতৃকন্ঠের রিপোর্টার রফিকুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সদস্য ও ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মীর সামসুজ্জামান সৌরভ, বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি মঈনুল হক মৃধা, মাতৃকন্ঠের প্রতিনিধি সুজন বিষ্ণু, দৈনিক গণকণ্ঠের জেলা প্রতিনিধি স্বপন বিশ^াস, সাংবাদিক সিনান আহমেদ শুভসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে গণমাধ্যমের ওপর দুষ্কৃতিকারীরা যেভাবে হামলা-ভাঙচুর চালাচ্ছে তাতে গণমাধ্যম ও সাংবাদিকতা হুমকির মুখে পড়ছে। সম্প্রতি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের সকল প্রতিষ্ঠানের ওপর হামলা ও ভাঙচুর হয়েছে। তার আগে একাত্তর টিভি, ডিবিসি, এটিএন নিউজ, সময় টিভিতে হামলা-ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। গণমাধ্যমের ওপর এভাবে হামলা-ভাঙচুর কোনভাবেই মেনে নেয়া যায় না। এছাড়াও দেশের বিভিন্ন জায়গায় গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করা হচ্ছে যা খুবই কষ্টদায়ক। বর্তমান এই অন্তর্র্বতীকালীন সরকারের কাছে আমাদের একটাই দাবি যারা মিডিয়াগুলোতে হামলা-ভাঙচুর ও লুটপাট করেছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়