শিক্ষার্থীদের সাথে গোয়ালন্দে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করলেন এসিল্যান্ড
- Update Time : ০৯:১৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪
- / ৩৬ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বন্যার পূর্বাভাস শুনে দ্রব্য মুল্যের দাম বৃদ্ধি করেছে বাজারের দোকান গুলোতে এমন সংবাদের ভিত্তিতে কোটা বিরোধী ছাত্র ছাত্রীদের সাথে বাজার মনিটরিংয়ে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম।
বুধবার (২৮ আগষ্ট) সকাল এগারোটায় তিনি বাজার মনিটরিংয়ে আসেন। এসময় তিনি প্রতিটি দোকানে মুল্য তালিকা অনুযায়ী বিক্রি হচ্ছে কি না সে বিষয়ে খোঁজ খবর নেন। তারা কাঁচা বাজার, মাছ বাজার মনিহারি দোকান সহ বিভিন্ন বাজার ঘুরে দেখেন। এসময় তার সাথে শিক্ষার্থীরা একাজে সহায়তা প্রদান করে।
গত ২৬ আগষ্ট সোমবার ভারত ফারাক্কা বাঁধের ১০৯ নয়টি গেট খুলে দেওয়ায় দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা বন্যার পূর্বাভাসের কথা বলা হয়। তার মধ্যে রাজবাড়ী জেলার পদ্মা পাড়ে অবস্থিত গোয়ালন্দ উপজেলা রয়েছে এই তালিকায়। বন্যার পানি আসবে এমন খবরে জিনিস পত্রের দাম বাড়িয়ে দিয়েছে দোকানদার এমন সংবাদের ভিত্তিতে কোটা বিরোধী ছাত্র ছাত্রীদের সাথে বাজার মনিটরিংয়ে আসন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, বন্যায় এই এলাকা প্লাবিত হবে সেই খবরে বাজার মনিটরিংয়ে গিয়ে দেখা যায় ব্যাবসায়ীরা পূর্বের দামেই দ্রব্যমুল্য বিক্রি করছেন। তবে ছোট কয়েকটি দোকানে মূল্য তালিকা ঝুলানো না থাকায় তাদেরকে সতর্ক করা হয়েছে মুল্য তালিকা ঝুলানোর ব্যাপারে। তবে বাজার মনিটরিং কার্যক্রম ভবিষ্যতে ও চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়