শিক্ষার্থীদের বিক্ষোভ : ডাঃ আবুল হোসেন কলেজ গভনিংবডির সভাপতি শামসুল হকের পদত্যাগ
- Update Time : ১১:০৮:০৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৩৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন রাজবাড়ী জেলা শহরের ঐতিহ্যবাহী ডাঃ আবুল হোসেন কলেজ গভনিংবডি’র সভাপতি মোঃ শামসুল হক। তিনি সাবেক জেলা ও দায়রা জজ ও যুদ্ধাপরাধীদের বিচারকার্য পরিচালনা সংক্রান্ত কার্যক্রমের সাবেক প্রধান সমন্বয়ক।
জানাগেছে, গত ২৫ জুলাই ডাঃ আবুল হোসেন কলেজ গভনিংবডির সভাপতি হিসেবে মোঃ শামসুল হককে মনোনয়ন দেয় জাতীয় বিশ^বিদ্যালয়। জাতীয় বিশ^বিদ্যায়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা ভাইস-চ্যান্সেলরের অনুমতিক্রমে এই মনোনয়ন প্রদান করেন। মনোনয়নপ্রাপ্তরা এই পত্র ইস্যুর তারিখ থেকে দুই বছর মেয়াদী থাকবেন। তবে ভাইস-চ্যান্সেলর প্রদত্ত ক্ষমতা বলে যে কোন সময় এই মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন।
এদিকে, আজ রবিবার সকালে কলেজ ক্যাম্পসে অবস্থান নেয়ার পাশাপাশি বিক্ষোভ প্রদর্শন করে ছাত্র-ছাত্রীরা। বিষয়টি সংশ্লিষ্ঠরা মোঃ শামসুল হককে অবহিত করলে দুপুরের দিকে একটি পদত্যাগ পত্র পাঠান তিনি।
কলেজ অধ্যক্ষ চৌধুরী এহসানুল করিম জানান, দুপুরে ওই পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে।
মোঃ শামসুল হক ঢাকা আঞ্জুমান মফিদুল ইসলামের ট্রাস্টি ও সহ-সভাপতি, ঢাকা বিশ^বিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা আ্যালামনাই এ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপদেষ্টা, ইউরোপিয়ান ইউনিয়নের সাবেক ন্যাশনাল সিনিয়র লিগ্যাল এক্সপাট, অফিসার্স ক্লাব ঢাকার সদস্য ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়