৫দফা দাবিতে রাজবাড়ীতে এইচএসসি পরীক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

- Update Time : ১০:৫১:০১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ১৩৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এইচএসসি ও সমমানের ২০২৪ এর স্থগিত পরীক্ষাগুলো বাতিল ও বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত ফলাফল নিশ্চিত করার দাবি সহ ৫ দফা দাবিতে মানববন্ধন ও অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় রাজবাড়ী প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক আবু কায়সার খান ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারের নিকট অর্ন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে।
এসময় এইচএসসি ও সমমানের ২০২৪ এর শিক্ষার্থীদের পক্ষে কামরুল হাসান কনক, রাফিবুল ইসলাম অয়ন, রেজোয়ানুজ্জামান তকি, শাশরেফী রাকা, জাহিদা ফারিন আখি প্রমুখ উপস্থিত ছিলেন।
এইচএসসি ২০২৪ ব্যাচের রাজবাড়ী জেলার সকল শিক্ষার্থীর পক্ষে দাবি। সম্প্রতি সময়ে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে একটি বিরাট অংশ ছিল এইচএসসি ২৪ ব্যাচের পরীক্ষার্থীরা। ফলস্বরূপ এই ব্যাচের শিক্ষার্থীরা পড়াশোনার সুযোগ হতে বঞ্চিত হয়। অনেক সহপাঠী এই আন্দোলনে অংশ নিয়ে শহীদ হয়েছে এবং অনেকেই বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় বসতে চাই না। এই পরিস্থিতে পরীক্ষা নিলে আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যতের ক্ষতি হবে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করবো না। এক্ষত্রে এইচএসসি ও সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিল করার জন্য অনুরোধ করেন। তাদের দাবিসমূহ হলো, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি কর্তৃক প্রণিত রুটিন, যা ১৫ই আগষ্ট ২০২৪ ইং তারিখে প্রকাশিত হয় তা এইচএসসি ২০২৪ ব্যাচের সকল শিক্ষার্থী প্রত্যাখ্যান করেছে। সম্প্রতি সময়ে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ্রগ্রহণ করে আমাদের অনেক সহপাঠী শহীদ হয়েছে এবং অনেকেই বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে লড়াই করছে। এমতঅবস্থায় কেউই পুনরায় পরীক্ষায় বসার মত পরিস্থিতিতে নাই। এখন প্রশ্নপত্র পুড়ে যাওয়াতে পরীক্ষা পেছানো হয়েছে। প্রশ্নপত্র ও উত্তরপত্র সংরক্ষনের দায়িত্ব শিক্ষার্থীদের নয়। তাই কোনো ভাবেই এর দায় শিক্ষার্থীরা নিবে না। ২৪ মাসের সিলেবাস ১৪ মাসে শেষ করে ৫ মাস ধরে পরীক্ষা দেওয়া, আবার ২ মাস পর রেজাল্ট। যা আমাদের মূল্যবান সময় ও ভবিষ্যত জীবনে ক্ষতি হবে। সকল শিক্ষার্থীদের সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ বিষয় সমন্বয়ের মাধ্যমে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল অতি শীগ্রই ঘোষণা করতে হবে। দেশের ও শিক্ষার্থীদের সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করবো না। এক্ষত্রে এইচএসসি ও সমমানের সকল স্থগিত পরীক্ষা বাতিল করতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়