জনমনে স্বস্তি : রাজবাড়ীর ৫ থানা পুলিশের কার্যক্রম শুরু

- Update Time : ০৭:৪১:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টানা ৭ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর পাঁচ থানায় আনুষ্ঠানিক ভাবে পুর্নাঙ্গ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১২ আগষ্ট) সকাল থেকেই জেলার রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা, পাংশা মডেল থানা, বালিয়াকান্দি থানা ও কালুখালী থানার পুলিশকে থানা এবং থানার বাইরে দায়িত্ব পালন করতে দেখা যায়। এরআগে গত মঙ্গলবার (৬ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দেন দেশের সকল থানার পুলিশসহ বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা।
জানা গেছে, কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। এতে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্য নিহত হন। আহত হন কয়েক হাজার। এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনাও ঘটে। এর পরিপেক্ষিতে গত সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর গত মঙ্গলবার (৬ আগস্ট) থেকে কর্মবিরতির ঘোষণা দেন বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারি সংগঠন। এরফলে দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির অবনতি ঘটে। ফলে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ডাকাতি, লুটপাট ও ছিনতাইসহ নানা অপরাধ সংগঠিত হয়। এছাড়াও ভূক্তভোগী সাধারণ মানুষ বিভিন্ন ঘটনার অভিযোগ জানাতে এসে থানা থেকে ফিরে যান। বিষয়টি নজরে আসে পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের। এমন উদ্ভট পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ ইউনিটের কর্মকর্তা ও ফোর্সকে গত বৃহস্পতিবার (৮ আগস্ট) সন্ধ্যার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগদানের নির্দেশ দেন পুলিশের নবনিযুক্ত মহাপরিদর্শক (আইজিপি) ময়নুল ইসলাম। এরপরও রাজবাড়ীর পুলিশ সদস্যরা থানায় যোগ না দিয়ে ১১ দফা জানিয়ে তাদের কর্মবিরতি চালিয়ে যেতে থাকেন। জেলঅ পুলিশ লাইন্সে বিক্ষোভ কর্মসূচিও পালন করেন তারা। ১১ দফা পূরণ না হওয়া অবধি ও পলিশের সংস্কার না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না বলে হুশিয়ারি দেন।
পরে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে এক বৈঠকের পর পুলিশে সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সকল কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন আন্দোলনকারী পুলিশ সদস্যদের সমন্বয়ক পরিদর্শক জাহিদুল ইসলাম ও কনস্টেবল শোয়াইব হাসান। সোমবার (১২আগস্ট) থেকে তারা সবাই কাজে যোগদানের ঘোষণাও দেন।
এরই পরিপ্রেক্ষিতে সোমবার (১২ আগস্ট) সকালে রাজবাড়ী সদর থানা, গোয়ালন্দ ঘাট থানা, পাংশা মডেল থানা, কালুখালী থানা ও বালিয়াকান্দি থানার কর্মরত পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন। এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ বলেন, সোমবার সকাল থেকে জেলার ৫টি থানার কার্যক্রম শুরু হয়েছে। পুলিশের কাজে সকলকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান তিনি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়