রাজবাড়ীতে বাস-ট্রাকের মুখোমুখী সংঘর্ষ, নিহত ৩, আহত ৩

- Update Time : ১০:২৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ১৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে যাত্রীবাহি বাস ও সিমেস্ট বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ৩ জন। আজ শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কামালদিয়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুই জনের পরিচয় জানা গিয়েছে। তারা হলেন, সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের বাসিন্দা বি এম নাজিম উদ্দিন (৫০)। তিনি রাজবাড়ী শহর সমাজসেবা অফিসের সমাজকর্মী পদে চাকরি করতেন। অন্যজন হলেন কুষ্টিয়া জেলার আমতলি এলাকার ইমরুলের ছেলে সাকিব (২০)। সাকিব ট্রাকের হেলপার ছিলেন। গুরুতর আহতরা হলেন, রাজবাড়ীর শ্রীপুর এলাকার রাজু বেপারী, কল্যানপুর এলাকার ফিরোজা বেগম ও কুষ্টিয়া জেলার মোহদিপুর এলাকার আব্দুল সালাম।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বৃষ্টির মধ্যে রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ফরিদপুর গামী আমানত শাহ পরিবহণের একটি লোকাল বাস কামালদিয়া এলাকায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা সিমেন্ট বোঝায় একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাক রাস্তার পাশের খালের মধ্যে গিয়ে পরে। সংঘর্ষে বাস ও ট্রাকের সামনের অংশ দুমরে মুচরে যায়। খবর পেয়ে পাশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থান করা সেনাবাহিনীর সদস্যরা এবং রাজবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা পরিচালনা করে। আহতদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অপর জন নাজিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তবে ঢাকা নেবার পথেই নাজিম উদ্দিনের মৃত্যু হয়।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগে দায়িত্বরত সিনিয়র স্টাফ ব্রাদার্স আব্দুল্লাহ আল মামুন জানান, দুর্ঘনায় আহত ৬ জনকে রাজবাড়ী সদর হাসপাতালে আনা হয়। এর মধ্যে দুইজন সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহতদের মধ্যে নাজিম উদ্দিনের অবস্থা বেশি খারাপ ছিল। তাকে তখনই ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকার নেবার পথে মারা যায়।
রাজবাড়ীর আহলাদিপুর হাইওয়ে থানার এসআই জুয়েল রানা বলেন, বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুটি যানবাহন রাস্তা থেকে সিটকে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার শিকার যানবাহন দুটি উদ্ধার কর হচ্ছে। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়