বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে রাজবাড়ীতে শিক্ষার্থীদের প্রার্থনা ও গণমিছিল
- Update Time : ১০:০০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪
- / ৭১ Time View
সুমন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করেছে শিক্ষার্থীরা। আজ শুক্রবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টার থেকে ৫টা পর্যন্ত রাজবাড়ী বড়পুল এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেয় সহস্রাধিক শিক্ষার্থী। এ গণমিছিলকে কেন্দ্র করে শহরের মোড়ে মোড়ে বিপুল পরিমান পুলিশ, বিজিবি সহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান গ্রহণ করেন।
এ সময় শহরের বড়পুল এলাকা থেকে বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন হাতে নিয়ে সাম্প্রতিক সময়ে চলা নির্যাতন-নিপিড়নের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এরপর ‘উই ফর জাস্টিস’ ‘আমার ভাই কবরে খুনি কেন বাহিরে’ ‘আমার ভাই মরলো কেন জবাব চাই-জবাব চাই’ স্লোগানে শিক্ষার্থীরা গণমিছিল বের করেন। মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পান্না চত্বরে এসে কোন আনুষ্ঠানিক কর্মসূচি ঘোষণা ছাড়াই এ কর্মসূচি শেষ করেন।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি পালন করেছে। শহরে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন ছিল। এ মিছিলে শিক্ষার্থী ছাড়া অন্য কেউ মাঠে ছিল না তবে নামলে ব্যবস্থা গ্রহণ করা হতো।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়