রাজবাড়ী জেলা আঃলীগের সাবেক সভাপতি ওয়াজেদ চৌধুরী ও রফিকুস সালেহীনের মৃত্যু বার্ষিকী পালিত
- Update Time : ১১:০৮:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ৩৪ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, সিনান আহম্মেদ শুভ,রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেছেন, শেখ হাসিনা আওয়ামীলীগের হাল ধরার পর থেকেই দেশকে অনেক দুরে এগিয়ে নিয়ে গেছেন। বিশে^র মানচিত্রে বাংলাদেশকে উচ্চতর আসনে বসিয়েছেন। তিনি অনেক উন্নয়ন করেছেন। ওরা এ উন্নয়নকে ষড়যন্ত্র করে, ধ্বংস করে বাংলাদেশকে পিছিয়ে দিতে চায়। তিনি বলেন, দুই দিন আগে বিটিভি ভবনে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে ধ্বংসলিলা দেখলাম তা কল্পনাই করা যায়না। বোঝাই যাচ্ছিল ভেতরের কেউ এই ধ্বংসলিলার সাথে জড়িত।
গতকাল বুধবার বিকালে দলীয় কার্যালয়ে পালন করা হয় রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের এমপি এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরীর ৩২ তম এবং সাবেক সভাপতি এ্যাডঃ সৈয়দ রফিকুস সালেহীনের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতির বক্তৃতায় এমপি কাজী কেরামত আলী এসব কথা বলেন।
সভায় আওয়ামীলীগ নেতা ফকির আব্দুল জব্বার, সালমা চৌধুরী রুমা, একেএম শফিকুল মোরশেদ আরুজ, হেদায়েত আলী সোহরাব, মহম্মদ আলী চৌধুরী, এসএম নওয়াব আলী, এ্যাডঃ শফিকুল আজম মামুন, এ্যাডঃ উজীর আলী শেখ, এ্যাডঃ শফিকুল হোসেন, তানিয়া সুলতানা কংকন প্রমুখ বক্তৃতা করেন। সে সময় জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য ও জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতীসহ আওয়ামীলীগ ও তার সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এ্যাডঃ আব্দুল ওয়াজেদ চৌধুরী এবং এ্যাডঃ সৈয়দ রফিকুস সালেহীনের আত্মার শান্তি কামনা দোয়া মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়