রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

- Update Time : ১০:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৮ Time View

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 40;
আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
“ভরবো মাছে মোদের দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ” এই স্লোগানে রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল দশটায় রাজবাড়ী অফিসার্স ক্লাবে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি রাজবাড়ীর বাস্তবায়নে সকালে বেলুন উড়িয়ে ও মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়। এসময় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি জেলা প্রাশাসনের আম্রকানন থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।এসময় জেলার বিভিন্ন ধরনের মৎস্য জেলেদের নিয়ে আলোচনা সভা করা হয়। পরে জেলার তিনজন শ্রেষ্ঠ মৎস্য চাষির মাঝে পুরষ্কার ও ক্রেষ্ট বিতরণ করা হয়।
এসময় রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নওয়াব আলী, রাজবাড়ী পৌর মেয়র মোঃ আলমগীর শেখ তিতু, সদর উপজেলা সিনিয়ন মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব প্রমূখ।
এসময় দেশে মৎস্য উৎপাদন বাড়াতে জেলেদের নদী, হাওর, বিল,ঝিল ও মাছের বংশ বিস্তারে ছোট পোনা মাছ সহ জলন বিভিন্ন প্রানী ধরা থেকে বিরত থাকতে বলেন।বর্তমানে মাছে বড় ধরনের ক্ষতি করছে চায়না দুয়ারী। এতে বিভিন্ন ধরনের ফলজ প্রাণী ধ্বংস হচ্ছে। এ থেকে বিরত থাকতে জেলেদের পরামর্শ প্রদান করেছেন জেলা প্রশাসকসহ অতিথিরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়