রাজবাড়ীতে বিদ্যুস্পৃষ্টে কৃষকের মৃত্যু

- Update Time : ১০:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
- / ১৬২ Time View
আব্দুল হালিম বাবু, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (৩১ জুলাই) বিকেল চারটার দিকে রাজবাড়ী সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক মল্লিক (৬৫)। তিনি পাচুরিয়া ইউনিয়নের কোনাইল গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
নিহত আব্দুর রাজ্জাকের ভাই খোকন মল্লিক বলেন, সকাল থেকেই রাজ্জাক ও তার ছেলে ধানের জমি ধান রোপনের জন্য প্রস্তুত করছিল। রাজ্জাকের ছেলে দুপুরে বাড়িতে খেতে আসে। কিন্তু রাজ্জাক পরে আসবে বলে জানায়। কাজ শেষ করে বাড়ি ফেরার সময় শ্যালো মেশিন বন্ধ করতে গেলে রাজ্জাক বিদ্যুতস্পৃষ্ট হয়। শ্যালো মেশিনের পাশ দিয়ে নিহতের এক প্রতিবেশি যাওয়ার সময় তাকে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়। চিৎকারের শব্দ শুনে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ফারিহা রিফাত চৌধুরী বলেন, বিদ্যুতস্পৃষ্ট এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) অমিত কুমার বাগচী বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে । আইনী প্রক্রিয়ার কাজ শেষ হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়