মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

- Update Time : ১১:০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০২৪
- / ৭৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মহান মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাসহ তার পরিবারের অবমাননা ও মুক্তিযোদ্ধা কোটা নিয়ে অপপ্রচারের প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান সংসদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ওই কর্মসূচীতে বক্তৃতা করেন, বীর মুক্তিযোদ্ধা ও রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম নওয়াব আলী, রাজবাড়ী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলার সাবেক কমান্ডার আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব, আবুল হাসেম বাকাউলসহ বীর মুক্তিযোদ্ধা ও তার সন্তানরা বক্তব্য রাখেন।
এ সময় বক্তরা কোটা বিরোধী আন্দোলনকারী হুশিয়ারী দিয়ে বলেন, দেশের উন্নয়ন বাঁধা গ্রস্থ করা, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবার নিয়ে অপপ্রচার চালালো কঠোর হস্তে দমন করা হবে। ৭১ সালে যুদ্ধ ও মা-বোনের ইজ্জতের বিনিময়ে স্বাধীন করা এদেশে কোন রাজাকারের ঠাই হবে না। যুদ্ধের অস্ত্র জমা দিলেও ট্রেনিং জমা দেন নাই। প্রয়োজন হলে আবার ৭১ এর মত আরেকবার অস্ত্র হাতে তুলে নেবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়