দৌলতদিয়া থেকে কষ্টি পাথরের থালা উদ্ধার, গ্রেপ্তার ৪
- Update Time : ১০:৩৮:২৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ২৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার দৌলতদিয়া থেকে কষ্টি পাথরের ৪ কেজি ৮২০ গ্রাম ওজনের একটি থালাসহ ৪ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়নের পরিষদের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার পেঙ্গুয়ারী গ্রামের মৃত নিজাম উদ্দীনের ছেলে মো. গোলাম সাকলাইন (৪৩), সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার কামাউড়া গ্রামের মৃত আলাল উদ্দীনের ছেলে মো. মাসুদ রানা (৩৫), জামালপুর জেলার সদর উপজেলার তুলশিরচর গ্রামের সফুর উদ্দীনের ছেলে মো. খোরশেদ আলম (৪২), গাজীপুর জেলার টঙ্গী থানার সুদাফা গ্রামের মৃত ইদ্রিস আলী ছেলে মো. আবুল কালাম আজাদ (৪৫)।
পুলিশের ভাষ্য, আসামিরা কষ্টি পাথরের বড় থালাটি ঝিনাইদহ থেকে প্রাইভেটকারের ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল চেকপোস্ট স্থাপন করে তাদের আটক করেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা কষ্টি পাথরের থালার কথা স্বীকার করেন। থালাটি বিক্রির জন্য তারা ঢাকায় যাচ্ছিলেন।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, বিশেষ ক্ষমতা আইনে তাদের নামে মামলা হয়েছে। রবিবার আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়