গোয়ালন্দের পদ্মায় ধরা পড়লো ৩২ কেজি ওজনের বিপন্ন বাঘাইড়
- Update Time : ১০:৩৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ৩৯ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়লো ৩২ কেজি ওজনের বাগাড় মাছ। যা বিক্রি হয় ৩৫০০০ টাকা।
গতকাল শনিবার সকালে মাছটি ধরা পড়ে জেলে গোপাল হালদারের জালে। দুপুরের দিকে দৌলতদিয়া ঘাটে নিলামে এটি ৩২ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়। এবং বিকেলের দিকে বাগাড়টি চুয়াডাঙ্গার এক ব্যবসায়ী ৩৫ হাজার টাকায় কিনে নেন।
স্থানীয় সূত্রে জানা যায় , গতকাল সকালে মানিকগঞ্জের জাফরগঞ্জের জেলে গোপাল হালদার নৌকা-জাল নিয়ে মাছ শিকারে বের হন। পদ্মা নদীতে জাল ফেলে ভাটিতে ভাসতে থাকেন। ছয় থেকে সাত কিলোমিটার দূরে গোয়ালন্দ উপজেলার উজানচর মজলিশপুর এলাকায় জালে ২৫ কেজি ওজনের বাগাড়টি ধরা পড়ে। মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটে কেছমত মোল্যার আড়তে নেওয়া হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বাগাড়টি কেনেন মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা।
দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী মাসুদ মোল্যা আজ রোববার সকালে বলেন, বাগাড়টির ওজন ছিল প্রায় ২৫ কেজি। ১ হাজার ৩০০ টাকা কেজি দরে এটি ৩২ হাজার টাকায় কিনে নেন। দুপুরের দিকে চুয়াডাঙ্গার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি ১০০ টাকা লাভে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৫ হাজার টাকায় বিক্রি করি। গতকাল বিকেলেই বাগাড় মাছ তাঁর কাছে পাঠানো হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়