রাজাপুর স: প্রা: বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতা রাণী সাহা’র ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা

- Update Time : ১১:৩৯:০৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৪১ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
শিক্ষকতা পেশায় অবসর নিয়েছেন বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলার বরাট ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতা রাণী সাহা। আজ শনিবার ছিলো তার বিদায় সংবর্ধনা। অনেকটাই ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ওই শিক্ষকের বিদায় জানিয়েছেন শিক্ষা কর্মকর্তা, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীরা।
বিকালে অশ্রুসজন নয়নে রোভার দের সালাম বিনিময়, ফুলছিটিয়ে প্রাইভেটকার পর্যন্ত এগিয়ে দেয়া এবং বিদ্যালয় কর্তৃপক্ষের ব্যতিক্রমী আয়োজন স্বরুপ ফুল দিয়ে পরিপাটি করে সাজানো একটি প্রাইভেটকারে করে ওই প্রধান শিক্ষককে বাড়ীতে পৌছে দেন।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মমিন মন্ডল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলাম, নৃপেন্দ্রনাথ সরকার ও নাসরিন নাহার, ইউনিয়নের চেয়ারম্যান কাজী শামসুদ্দিন, জমিদাতা আলী আহসান চৌধুরী, শিক্ষক নেতা শহিদুল ইসলাম, হাবিবুর রহমান, নাজমুল ইমামসহ অন্যান্যরা। মানপত্র পাঠ করেন, বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক ও বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার অপর সহ-সভাপতি শম্পা প্রামাণিক। সঞ্চালনায় ছিলেন, শিক্ষক সেলিনা বিলকিস ও রুবেল মন্ডল।
বিদয়ী বক্তৃতায় অমিতা রাণী সাহা বলেন, আমি কাজ করতে ভালোবাসি, কাজকে পছন্দ করি, তাই কাজ করে গেছি, কাজ করতে চাই, কোন কাজ দিয়ে কেউ আমাকে কখনো বিরক্ত করতে পারেনি, কাজ দেখে আমি বিরক্ত হইনি, এটা আমার একটা গুন, আমি নিজেকে চিনতে পেরেছি এতো দিন পরে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়