রাজবাড়ীতে ব্যাংক থেকে টাকা তুলেই বেদে ছিনতাইকারীর কবলে নারী
- Update Time : ১০:৫৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ৫৯৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ব্যাংক থেকে টাকা তুলেই বেদেপল্লীর দুই বেদে ছিনতাইকারীর কবলে পরেছেন মোছাঃ মরিয়ম আক্তার (২১) নামে এক নারী। যদিও খোয়া গেছে ওই নারীর ৬০ হাজার টাকা। তবে ওই নারীর চিৎকারে এগিয়ে আসা জনগন হাতেনাতে দুই বেদেনীকে আটক করে পুলিশে তুলে দিয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনার স্বীকার মোছাঃ মরিয়ম আক্তার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে। মরিয়ম রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মোঃ চাঁন মিয়ার স্ত্রী।
এ মামলার আসামিরা হলো, পাবনা জেলার ইশ^রদীর দাশুড়িয়া গ্রামের মৃত আসাদুলের মেয়ে নিপা (২০) এবং পঞ্চগড় জেলার বোদা থানার বারনীডাঙ্গা গ্রামের আলী আকবরের স্ত্রী রিনা বেগম (৩২)। আসামিরা বর্তমানে রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের গোয়ালন্দে মোড়ের বেদেপল্লীতে বসবাস করছেন।
মামলার বাদী জানিয়েছেন, তিনি গত বুধবার সকাল ১১টার দিকে ইসলামী ব্যাংক রাজবাড়ী শাখা থেকে ৬০ হাজার টাকা তোলেন। ওই টাকা ভ্যানেটি ব্যাগে রেখে কোলে শিশু বাচ্চা নিয়ে রাজবাড়ী বাজারের শাহজালাল ফল ফান্ডারের দোকানের সামনে যান। সে সময় তার মোবাইল ফোনে কাল আসে। তিনি ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইল ফোন বের করতেই তিন জন বেদে নারী তাকে ঘিরে ধরে এবং তার ব্যাগ থেকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়। তিনি বাঁধা দিয়ে প্রাণে মেয়ে ফেলার হুমকী দেয়ার পাশিপাশি ধাক্কা মেয়ে পালিয়ে যায়। তিনি তাদের পিছু নিয়ে চিৎকার শুরু করেন। এক পর্যায়ে দুই জন বেদে নারীকে রাজবাড়ী শহরের ১নং রেলগেট এলাকা থেকে আটক করে স্থানীয়রা।
গ্রেপ্তারকৃতরা জানান, আটকের সময় তাদের কাছে চার হাজার টাকা ছিলো। বাকী টাকা তাদের সাথে থাকা অপর নারী নিয়ে গেছে।
রাজবাড়ী থানার এসআই শরীফ মফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই দুইজন বেদে নারীকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়