রাজবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন

- Update Time : ১০:৫১:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“অন্তর্ভুক্তিমূলক উপাত্ত ব্যবহার করি, সাম্যের ভিত্তিতে সহনশীল ভবিষ্যৎ গড়ি” এ প্রতিপাদ্য ধারণ করে বিশ্ব জনসংখ্যা দিবস রাজবাড়ীতে পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর কক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণের আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলিফ নূর। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অতিথি হিসেবে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুর রহমান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উম্মে তানিয়া। সভা সঞ্চালনা করেন কালুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুতপা কর্মকার। এসময় খানগঞ্জ ইউপি চেয়ারম্যান শরিফুর রহমান সোহান, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, জনসংখ্যা একটি দেশের অমূল্য সম্পদ। তবে আমাদের দেশে জনসংখ্যার বিশালায়তনের কারণে আমাদের অর্থনৈতিক উন্নয়ন বিঘ্নিত হচ্ছে। তাই এই ভয়ংকর সমস্যাটি নিরসনের লক্ষে নিয়মিত কাজ করে যাচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। দেশের সুষ্ঠু উন্নয়নের লক্ষে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কমিয়ে আনতে হবে। এজন্য প্রত্যেককে নিজ নিজ জায়গা হতে সচেতন হতে হবে
সভা শেষে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে জেলায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ হওয়ায় পুরষ্কার হিসেবে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়