বরাট-ভাকলা স: প্রা: বিদ্যালয় হঠাৎ পরিদর্শন করলেন ইউএনও, উজ্জীবিত শিক্ষার্থীরা
- Update Time : ১০:৪৭:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ৪২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলায় যোগদানের পর থেকেই এলাকার উন্নয়ন কার্যক্রম তদারকির পাশাপাশি শিক্ষার মান বৃদ্ধির লক্ষে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম। যার অংশ হিসেবে আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বরাট আউনিয়নের বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন তিনি।
ওই সময় তিনি বিদ্যালয়ের শ্রেণী কক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। সেই সাথে ছাত্র-ছাত্রীদের মাঝে ফুটবল, টিফিন বক্সসহ শিক্ষা উপকরণ বিতরণ করেন।
এদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসারকে কাছে পেয়ে উজ্জীবিত হন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামানিক বলেন, হঠাৎ করেই সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম স্যার আমাদের বিদ্যালয় পরিদর্শন করেছেন। স্যারকে কাছে পেয়ে এবং স্যারের দেয়া শিক্ষা উপকরণ পেয়ে আমাদের ছাত্র-ছাত্রীরা আনন্দিত হয়েছে। একই সাথে স্যারের সাথে কথা বলতে পেরে শিক্ষার্থীরা হয়েছে উজ্জীবিত। আমরা স্যারের এই কার্যক্রমকে এগিয়ে নিতে সচেষ্ট।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়