বাংলাদেশ নিম ফাউন্ডেশনের উদ্যোগে বালিয়াকান্দির শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- Update Time : ১০:২৮:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“লাগাব বৃক্ষ, তারাবো দুঃখ, গাছ লাগাই পরিবেশ বাঁচায়”- এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ নিম ফাউন্ডেশন ও শান্তি মিশন মাদক নির্মূল কমিটির উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির বাস্তবায়ন কার্যক্রম শুরু করা হয়েছে। যার অংশ হিসেবে বৃহস্পতিবার বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর নিম হাকিম। উপস্থিত ছিলেন, স্বাবলম্বী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শওকত আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলামসহ শান্তি মিশন যুব সংঘ মাদক নির্মূল কমিটির সদস্যরা।
পরে বিদ্যালয়ের বিদ্যালয়ে রোপনের জন্য ২৫টি এবং ২শত ৫০ জন ছাত্র-ছাত্রীর মাঝে আমলকি ও নিম গাছের চারা তুলে দেয়া হয়।
বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ডক্টর নিম হাকিম জানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচির বাস্তবায়নে তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়