বালিয়াকান্দিতে অটোরিকশার চাপায় প্রথম শ্রেণীর ছাত্রী নিহত

- Update Time : ১০:৩২:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৯৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারী চালিত অটোরিকশার চাপায় জুঁই খাতুন (৭) নামে প্রথম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রী নিহত হয়েছে। বুধবার দুপুরে পদমদী চন্দনা গুচ্ছগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ দুঘর্টনা ঘটে। সে ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।
জুই-এর বাবার নাম আনোয়ার হোসেন। তবে জুই তার নানা আবেদ আলী শেখের বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী ডাঙ্গাপাড়া গ্রামের বাড়ীতে মা চায়না খাতুনের সাথে বসবাস করে আসছে।
স্থানীয় আওয়ামী লীগ নেতা এম.এ কুদ্দুস বলেন, স্কুল ছাত্রী জুঁই তার নানা বাড়ীতে থেকে লেখাপড়া করে। স্কুল ছুটির পর রাস্তা পার হওয়ার সময় ব্যাটারী চালিত অটোবাইক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর তা পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়