রাজবাড়ীর দাদশী ইউপি’র চেয়ারম্যান দেলোয়ার শেখের নামে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে মামলা
- Update Time : ১০:২৯:২৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ৫২২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেক আইডি খুলে মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখসহ অজ্ঞাত পরিচয়ের আরও চার-পাঁচজনকে আসামি করে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
মামলার বাদী সোনিয়া আক্তার স্মৃতি রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি জেলা মহিলা দলের সদস্য।
মামলার আসামি দেলোয়ার শেখ সদর উপজেলার সিংগা নিজাতপুর গ্রামের মো. আব্দুর কুদ্দুস শেখের ছেলে ও রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৮ জুন দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজারে কোরবানি উপলক্ষ্যে গরুর হাটকে কেন্দ্র করে রাত ১১টার দিকে দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার শেখ ও সমাজসেবক, ব্যবসায়ী সৌদি প্রবাসী আকবর খানের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে দুই পক্ষের লোকজনই আহত হয়। ওই রাতে মামলার বাদী সোনিয়া আক্তার স্মৃতি ফেসবুক ব্রাউজ করার সময় একটি ফেসবুক পেজ থেকে আসামি দেলোয়ার শেখ ও আকবর খানের মারামারি-পরবর্তী লাইভ দেখেন। তখন তিনি মারামারি ও ৫ লাখ টাকা চাঁদা দাবির ঘটনায় মামলা দায়েরের বিষয়ে জানতে পারেন। ঘটনার বিস্তারিত জেনে আকবর খানের চাঁদা দাবির ঘটনা মিথ্যা ও ভিত্তিহীন মনে হওয়ায় এবং চাঁদা চাওয়ার বিষয়টি হাস্যকর মনে হওয়ায় সোনিয়া আক্তার স্মৃতি আকবর খানের পক্ষে ফেসবুকে একটি পোস্ট করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়