রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৯:২৬ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪
- / ২৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার অনুষ্ঠিত কল্যাণ ও অপরাধ সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ, পিপিএম।
মাসিক কল্যাণ সভায় পুলিশ সদস্যরা ব্যাক্তিগত ও সমষ্ঠিগত বিভিন্ন দাবি-দাওয়া এবং সমস্যা তুলে ধরেন। পুলিশ সুপার তাদের দাবি-দাওয়া, সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং দাবি-দাওয়া পূরণ ও সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ঠদের নির্দেশ প্রদান করেন।
জেলা পুলিশের বিভিন্ন সফলতায় আইজিপি কর্তৃক ২টি পুরষ্কার প্রাপ্ত হয় রাজবাড়ী জেলা। সভায় পুরষ্কার প্রাপ্তদের হাতে আইজিপি কর্তৃক প্রদত্ত পুরষ্কার তুলে দেন পুলিশ সুপার। এছাড়া উত্তম কাজের জন্য, গোয়ালন্দঘাট থানাা পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার রাজবাড়ী ট্রাফিক বিভাগ টিএসআই দেলোয়ার হোসেন, সর্বোচ্চ মামলা নিষ্পত্তিকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার এসআই মিলন চন্দ্র বর্মণ, , শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার জেলা গোয়েন্দা শাখার এসআই সনজিব জোয়াদ্দার, শ্রেষ্ঠ গ্রেফতারী পরোয়ানা তামিলকারী অফিসার পাংশা মডেল থানার এসআই তারিকুল ইসলামকে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ পুরষ্কার প্রদান করা হয়।
মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সামাজিক অপরাধ নিবারণ, নিয়ন্ত্রন এবং প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ প্রদান করেন পুলিশ সুপার ।
মাসিক কল্যাণ সভা এবং অপরাধ সভায় জেলা পুলিশ রাজবাড়ীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়