রাজবাড়ীতে জগন্নাথের ‘রথযাত্রা’ পালিত
- Update Time : ১০:৫২:১২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ৭৪ Time View
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 5093; AI_Scene: (-1, -1); aec_lux: 336.31293; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান হোসেন মনিম, স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের আনন্দের একটি উৎসব হল শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রা-২০২৪ পালিত হয়েছে। হিন্দু সম্প্রদায়ের মানুষয়েরা এই রথযাত্রায় অংশ গ্রহণ করে এবং রথের দঁড়ি টানেন।
রবিবার (৭জুলাই) রদযাত্রাটি রাজবাড়ী পুরাতন হরিসভা মন্দির থেকে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয়ে নতুন হরিসভা মন্দিরে শেষ হয়। এই রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহণ ছিল চোঁখে পরার মত। আগামী (১৫ জুলাই) উল্টো রথটানার মধ্যে দিয়ে রথযাত্রার সমাপ্তি ঘটবে।
পুরাতন হরিসভা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়। ওই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। সদর উপজেলার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সদর থানার অফিসার ইনচার্জ ইফতেখারুল আলম প্রধান, পুরাতন হরিসভা মন্দির কমিটির সভাপতি জয়দেব কর্মকারসহ কমিটির অন্যান্য সদস্যরা।
রথযাত্রা এর মধ্যে দিয়ে নতুন হরিসভা মন্দিরে নামযজ্ঞ অনুষ্ঠান শুরু। আর এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গড়ে উঠেছে বাহারি রকমের দোকান। যেখানে মিলবে ঘরের আসবাবপত্র থেকে শুরু করে সব রকমের খেলনা, কসমেটিকস, ধর্মীয় বই, বিভিন্ন রকমের মখরোচক খাবার ইত্যাদি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়