রাজবাড়ীর বসন্তপুর থেকে ৬টি গরু চুরি, চলছে দরিদ্র পরিবারে আহাজারি
- Update Time : ১০:৪৮:২২ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ৪৮৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পরিবারের সদস্যদের অচেতন করে রাজবাড়ীতে ৬টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার পর থেকে দরিদ্র পরিবারটির সদস্যদের মধ্যে চলছে আহাজারি। ঘটনাটি ঘটেছে রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের ধুলদি লক্ষিপুর গ্রামের মৃত হোসেন সেখের ছেলে ইউসুফ সেখের বাড়ীতে।
ইউসুফ সেখের ছেলে আলামিন সেখ জানান, দারিদ্রতা কাটাতে ধার দেনা করে তার বাবা বাড়ীর এক পাশে একটি ছোট গরুর খামার গড়ে তোলেন। তিনি ও তার বাবা পরিবারের সদস্যদের নিয়ে ধিরে ধিরে চালাচ্ছিলেন খামারটি। দুধ ও গরু বিক্রি করে মোটামুটি চলছিলো তাদের সংসার। বর্তমানে তাদের খামারে ৬টি গরু ও একটি গরুর বাচ্চা ছিলো। গত শনিবার রাতে অজ্ঞাত কারণে পরিবারের সদস্যরা ঘরের গরুর খামারসহ নিজ নিজ ঘরের দরোজা খুলেই যে যার যার রুমে ঘুমিয়ে পরেন। রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ চেতনা আসে তার বাবার। তিনি উঠেই দেখতে যান গরুর খামার। তবে খামানে গিয়ে দেখেন ছোট একটা গরুর বাচ্চা ছাড়া আর কোন গরু সেখানে নেই। সেই সাথে আরেকটি ঘরে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং ৬০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার নেই। ওই সময়ই তার চিৎকারে পরিবারের লোকজনসহ প্রতিবেশিরা এগিয়ে আসেন। তারা আশপাশের এলাকায় গরু খোজা শুরু করেন। এক পর্যায়ে বাড়ীর অদুরে রঘুনাথপুর এলাকার একটি পাট ক্ষেতের মধ্যে অসুস্থ অবস্থায় একটি গরু খুজে পান। তবে বাকি ৫টি গরুর কোন সন্ধান তারা আর পান নি। এ ঘটনার পর থেকেই তাদের পরিবারে শুরু হয়েছে আহাজারী। গরু হারিয়ে তার বাবা ও মা অসুস্থ হয়ে পরেছেন।
রবিবার বিকালে রাজবাড়ী থানার সেকেন্ড অফিসার সোহেল রানা জানিয়েছেন, মৌখিক ভাবে বিষয়টা জানলেও তারা লিখিত কোন অভিযাগ পানি নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়