রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- Update Time : ১০:৪০:০৫ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৩৩ Time View
আতিয়ার রহমান, সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে যুব লীগের ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে টানা বর্ষণের মধ্যেই জেলা শহরের প্রধান সড়কে বের করা হয় বর্ণাঢ্য আনন্দ র্যালী।
অপরদিকে, সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জাতীয় সংগীতের মধ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন ও পায়রা উড়ানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল।
যুব মহিলা লীগের রাজবাড়ী জেলার শাখার সভাপতি কানিজ ফাতেমা চৈতীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, জেলা আওয়ামীলীগের প্রচার প্রকাশনা সম্পাদক এ্যাডঃ সফিকুল হোসেন, রাজবাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফি, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক নাজমুন নাহার সেন্টি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। পরে কেক কাটা ও দোয়া মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২২ সালে যুব মহিলা লীগ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে অধিকার আদায়ে রাজপথে আন্দোলন করেছে যুব মহিলা লীগ। এখনও যুব মহিলা লীগ প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে মাঠে কাজ করছে। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন, রাজবাড়ী সরকারি কলেজের সাবেক জিএস এ্যাড. আশরাফুল আলম আশা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়