দুই হেলপার নিহত, কালুখালীতে দু’ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

- Update Time : ১০:৩১:১৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ২২০ Time View
সাহিদা পরভীন, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর কালুখালী উপজেলার গড়িয়ানা নামক স্থানে দুটি পণ্য বোঝায় ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। নিহত দুই জনই দুটি ট্রাকের চালকের সহকারি।
আজ শনিবার সকালের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুষ্টিয়া জেলার খাজানগর এলাকার ফেলু হোসেনের ছেলে মোঃ লিটন (৩২)। তিনি কুষ্টিয়া ট-১১-১৫৩২ নম্বর ট্রাকের চালকের সহকারি। নিহত অপর জন হলেন রাজশাহী জেলার চারঘাট উপজেলার আনছার আলীর ছেলে আনিছুর (৩৫)। তিনি ঢাকা – মোট্র- ঢ- ১৪- ১২৩০ নম্বর গাড়ীর চালকের সহকারি ছিলেন।
জানা যায়, একটি ট্রাক গড়ীয়ানা নামক স্থানে মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল। এ সময় পেছন থেকে আরেকটি ট্রাক এসে দাঁড়িয়ে থাকা ট্রাকটির সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে দুটি ট্রাকের চালকের সহকারি মারা যায়।
পাংশা হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আপর ট্রাকটি পেছন থেকে ধাক্কা দেয়। এসময় দুটির ট্রাকের সহকারি মারা যায়। তবে ট্রাক দুটির চালক পালিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়