বিস্কুট কিনে বাসায় ফেরা হলো না গোয়ালন্দের শিশু নুসরাতের

- Update Time : ১০:১৯:১২ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪
- / ৯৬৯ Time View
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলার পূর্ব উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ভোলাই মাতুব্বর পাড়ার প্রবাসী বাচ্ছু মোল্লার শিশু কন্যা নুসরাত জাহান (৬) দোকান থেকে বিস্কুট নিয়ে গ্রামীন সড়কে ওঠা মাত্রই অটোরিকশার নিচে পড়ে নিহত হয়েছে।
আজ শনিবার ( ৬ জুলাই) বিকাল ৪টার দিকে ওই গ্রামের নতুন ব্রীজ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে শিশুটির দাদী ও অন্যান্য আত্মীয় স্বজনরা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি নতুন ব্রীজ এলাকার বাড়ির পাশে ইমরানের দোকান থেকে বিস্কুট কিনে অসাবধানতায় সড়ক পাড় হওয়া সময় চলন্ত অটোরিকশার চাপায় পড়ে। এরপর স্থানীয়রা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বিষয়টি নিশ্চিত করেন, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভারপ্রাপ্ত পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শরিফুল ইসলাম। তিনি বলেন হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত অবস্থায় পায়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়