রাজবাড়ীর ৮০ নারী প্রশিক্ষণার্থী পেলো ল্যাপটপ
- Update Time : ১০:২৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১৯০ Time View
আব্দুল হালিম বাবু , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ৮০জন প্রশিক্ষনার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে। ‘প্রযুক্তির সহয়তায় নারীর ক্ষমতায়ন’ প্রতিপাদ্য ধারণ করে ল্যাপটপ বিতরণ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে রাজবাড়ী সদর উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সদর উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এই কর্মসূচির আয়োজন করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার ।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী সব সময় চান উদ্যোক্তা তৈরি করতে। চাকরী প্রার্থী তৈরি না করতে। চাকরী প্রার্থী হলো একজন মানুষ চাকরী করবে। সে শুধু নিজেরটা দেখতে পারবে। আর একজন মানুষ উদ্যোক্তা হলে সে কোন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলবে। কোন শিল্প কারখান তৈরি করবে। সেখানে আরও পাঁচজন কাজ করে তার সংসার চালাবে। এজন্য সরকারের পক্ষ থেকে উদ্যোক্তা তৈরি করার জন্য নানমুখী কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের আওতায় আজ এই প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হচ্ছে। এসময় প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলা হয় যারা এই ডিভাইস পেয়েছেন। তারা প্রশিক্ষণ নিয়ে বাড়িতে যাওয়ার পর ঘরে বসে প্রাকটিস করবেন। আপনারা যাতে সবাই আউট সোর্সিংয়ের মাধ্যমে আয় করতে পারেন সেজন্য চেষ্টা করবেন।
আলোচনা শেষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে হার পাওয়ার প্রকল্পের আওতায় মোট ৮০ জন নারী প্রশিক্ষনার্থীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করা হয়। এর মধ্যে গ্রাফিক্স ডিজাইনে দুই সিপটের ৪০ জন, ওয়েব ডেভেলপমেন্ট ২০ জন ও ডিজিটাল মার্কেটিংয়ে ২০ জন প্রশিক্ষণার্থী রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়