রাজবাড়ীর পত্রিকা বিক্রেতা রেজার ঘরে সিঁদ কেটে অটোরিকশা চুরি, পথে বসার উপক্রম
- Update Time : ১০:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ২২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের অতিপরিচিত জাতীয় দৈনিক পত্রিকা বিক্রেতার রেজাউল মোল্লা রেজার ঘরে সিঁদ কেটে ব্যাটারী চালিত অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে। আর ঋণ ও দেনা হয়ে কেনা অটোরিকশা হারিয়ে পথে বসার উপক্রম হয়ে পরেছে সে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার সকালে রেজা অজ্ঞাত চোরদের আসামি করে রাজবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। রেজা রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের ইন্দ্রনারায়নপুরের কামালদিয়া গ্রামের মৃত নজর আলী মোল্লার ছেলে।
ক্ষতিগ্রস্থ রেজা জানিয়েছেন, তিনি দীর্ঘ ১২ বছর ধরে রাজবাড়ী জেলা শহর ও তার আশপাশ এলাকায় জাতীয় দৈনিক পত্রিকা বিক্রি ও বিতরণ করে আসছেন। সাম্প্রতি সংসারের আরো একটু উন্নতির আসায় কয়েক মাস পূর্বে ঋণ ও ধার দেনা করে ২লাখ ৪৫ হাজার টাকা দিয়ে একটি ব্যাটারী চালিক অটোরিকশা ক্রয় করেন এবং পত্রিকার বিক্রি ও বিতরণ শেষে তা পরিচালনা করে সাংসারিক ঘাটতি মেটাচ্ছেন। যদি তিনি গাড়িটির সুরক্ষার জন্য নিজ বাড়ীর ঘরের সাথে মাটির ডোয়া ও টিনের বেড়া দিয়ে একটি ছাপড়া তোলেন। প্রতিদিনের ন্যায় গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে গাড়িটি ওই ছাপড়া ঘরে রেখে তা বৈদুতিক চার্চে দেন। যদিও রাতভর হয় বৃষ্টি। আজ বৃহস্পতিবার ভোরে ঘুম থেকে উঠে দেখেন ওই ছাপড়া ঘরের মাটির ডোয়ার পাশে সিঁদকাটা এবং ওই ঘরের প্রবেশের দরোজার লোহার সিকল ভাঙ্গা। সেই সাথে ভেতরে নেই অটোরিকশা। যা দেখে তিনি অসুস্থ হয়ে পরেন। একই সাথে রাজবাড়ী থানায় এসে অজ্ঞাত চোরদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন।
রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়