গোয়ালন্দ সরকারি কলেজে `টোকেন মানি’র অর্থ আদায়ে অধ্যক্ষের নোটিশ

- Update Time : ১০:১৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১২৭ Time View

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
সিরাজুল ইসলাম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজে সরকারি বেতন ভাতা উত্তোলনের নামে বার বার শিক্ষক কর্মচারীদের কাছ থেকে অর্থ আদায়। সর্বশেষ নোটিশ দিয়ে অফিস খরচ (ঘুষের টাকা) নেওয়ার অভিযোগ উঠেছে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আইয়ুব আলী সরদার এর বিরুদ্ধে।
কলেজ সুত্রে জানাযায়, সরকারী গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজটি ২০১৮ সালের আটই আগষ্ট সরকারি প্রজ্ঞাপনে কলেজটি সরকারি ঘোষণা আসে। এরপর দফায় দফায় শিক্ষক কর্মচারীদের কাছ ২৫০০/৩০০০ করে টাকা নেওয়া হয়। সর্বশেষ গত ২০ জুন আবারও পাঁচ হাজার টাকা চেয়ে নোটিশ জারি করেন অধ্যক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন শিক্ষক বলেন কলেজে শিক্ষকদের একটি কমিটি রয়েছে যেখানে নির্বাচন ছাড়াই একটি কমিটি গঠন করা হয়েছে। মূলত বোর্ডে একটা খরচ আছে কিন্তু এ ব্যাপারে দুজন শিক্ষক প্রতিনিধি রয়েছে যারা নিজেদের ইচ্ছে মতো আমাদের কাছ থেকে অর্থ আদায় করছে। তাছাড়া নোটিশ দিয়ে ঘুষের টাকা চাওয়াটা একটা অনৈতিক কাজ বলে মনে করেন তারা।
এ ব্যাপারে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী সরদার বলেন, আমি সরকারি কর্মকর্তা কলেজটি সরকারি হওয়ায় তাদের বেতন চালু করার জন্য বিভিন্ন দপ্তরে যেতে হয় এবং কর্মকর্তাদের টোকেন মানি হিসাবে কিছু দিতে হয়। তাছাড়া বিভিন্ন অফিসে ঘুরাঘুরি করার জন্য ঢাকায় যাওয়া আসা এবং থাকার একটা খরচ আছে। এটা তাদের ব্যাপার আমি শুধু তাদের নিয়ন্ত্রণ করে দিয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়