৪৯ বছর ধরে করেছেন ইমামতি, মোটরসাইকেল শোভাযাত্রা, বিদায় সংবর্ধনা প্রদান
- Update Time : ১০:০৯:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪
- / ১০৩ Time View
আব্দুল হালিম বাবু , রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম তছলিম উদ্দিন মিয়াকে আনুষ্ঠানিক ভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ২ টার দিকে বানীবহ উত্তর নারুয়াপাড়া বাইতুন নূর জামে মসজিদে মসজিদ কমিটির উদ্যোগে এই সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য দেন, বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির উপদেষ্টা মাওলানা ইউসুফ নোমানী, সভাপতি মাওলানা মোহাম্মদ আলী, সহ-সভাপতি মাওলানা লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আবুল হাসেম বেলালী, শিক্ষা ও সাহিত্য সম্পাদক ও বেথুলিয়া বিএস কামিল মাদ্রাসার প্রভাষক হাফেজ মাওলানা দেলাওয়ার হোসাইন, সদস্য হাফেজ মো. আসাদুজ্জামান আসাদ, মসজিদ কমিটির সভাপতি মো. আবু হাসান, কমিটির সাধারণ সম্পাদক মো. ইয়াকুব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. নূর নবী।
বিদায়ী ইমাম ক্বারী মো. তছলিম উদ্দিন মিয়া। তিনি বানীবহ ইউনিয়নের বানীবহ উত্তর নারুয়াাপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। জীবদ্দশায় দীর্ঘ ৪৯ বছর তিনি এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত ছিলেন। তিনি বানীবহ ইউনিয়ন ইমাম কমিটির কোষাধ্যক্ষ এবং রামকান্তপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিদায়ী ইমামকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য প্রদান করেন। আলোচনা শেষে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে বিদায়ী ইমামকে নগদ বিশ হাজার টাকাসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
আলোচনা শেষে বিদায়ী ইমামকে নিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করা হয়। শোভাযাত্রাটি মসজিদ থেকে শুরু হয়ে বানীবহ বাজার হয়ে পুনরায় মসজিদের সামনে এসে শেষ হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়