রাজবাড়ী : বৃদ্ধ মাকে ভরন পোষন না করে মারপিট, ছেলে গ্রেপ্তার

- Update Time : ০৯:৫০:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ৬৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মোছাঃ আলেয়া বেগম নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মাকে ভরন পোষন না দিয়ে উল্টা বেধরক মারপিট করেছে তার ছোট ছেলে আরিফ ঠাকুর (৩৫)। ওই বৃদ্ধাকে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছে।
এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন ওই বৃদ্ধা। এ মামলার প্রেক্ষিতে পুলিশ বৃদ্ধার ছেলে আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে রাজবাড়ীর আদালতে পাঠিয়েছে। মোছাঃ আলেয়া বেগম রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর গ্রামের মৃত আব্দুল সালাম ঠাকুরের স্ত্রী।
মামলার বাদী জানিয়েছেন, তার বড় ছেলে শরীফ ঠাকুর (৪০) অসুস্থ। ফলে তার নেই কোন রোজগার। অপরদিকে ছোট ছেলে আরিফ ঠাকুর অটোরিকশা চালায়, দিনে ৫ থেকে ৬ শত টাকা উপার্যন করে। তারপরও তার ওষুধ কোনসহ কোন ভরন পোষন প্রদান করে না। টাকা চাইলেই অকথ্য ভাষায় গালাগাল করে এবং বাড়ীতে থাকা গাছ বিক্রি করে উল্টা টাকা নিয়ে যায়। গত ২৫ জুন বিকালে আরিফ ঠাকুর তার বসত ঘরের সামনে আসে এবং একটি গাছ বিক্রি করে পুনঃরায় টাকা দিতে বলে। এতে তিনি রাজি না হওয়ায় গালাগালের পাশাপাশি কিল, ঘুষি, লাথি মেরে তাকে মারাত্নক ভাবে আহত করে এবং গাছ বিক্রি করে টাকা না দিলে খুন করার হুমকি প্রদান করে চলে যায়। ওই সময় তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে রাজবাড়ী সদর হাসপাতালে এনে চিকিৎসা সেবা প্রদান করে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী জানিয়েছেন, ওই বৃদ্ধার মামলার প্রেক্ষিতে আসামি আরিফ ঠাকুরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়