চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার, মূল চোরকে খুজছে পুলিশ

- Update Time : ০৯:৪৭:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪
- / ১০৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর বড় ব্রীজ এলাকা থেকে চোরাই মোটরসাইকেলসহ মোঃ আরিফুল ইসলাম (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। তবে মূল চোর মোঃ মোস্তফা কামাল প্রামাণিক (৩০) কে খুজছে পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ আরিফুল ইসলাম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের স্বরুপার চর গ্রামের মৃত আব্দুল গফুর শেখের ছেলে এবং পলাকত আসামি একই গ্রামের মৃত মোকছেদ প্রামাণিকের ছেলে।
এ ঘটনায় ওই দুই জনের বিরুদ্ধে রাজবাড়ীর টিএসআই আসাদুর রহমান বাদী হয়ে গত সোমবার রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছে।
মামলার বাদী জানান, গত ৩০ জুন দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর বড় ব্রীজ এলাকা থেকে একটি মোটরসাইকেল গতি রোধ করা হয়। তাকে গাড়ীর কাগজপত্র দেখাতে বললে সে একটি ওয়ারেন্টি কার্ড বের করে। ওই কার্ডে মাগুরা জেলার রায়পুরা গ্রামের জনৈক আব্দুস সালাম মোল্লার নাম ও মোবাইল নম্বর দেখতে পাওয়া যায়। ওই মোবাইল নম্বরে কল দেবার পর সালাম মোল্লা জানায় গত ৭/৮ মাস পূর্বে এই মোটরসাইকেলটি মাগুরা শহরের মার্কস মসজিদের সামনে থেকে চুরি হয়। ওই বিষয়টা জানান পর আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। সেই সাথে আরিফুলের কাছে ২০ হাজার টাকায় এই মোটরসাইকেলটি বিক্রি করায় মোস্তফা কামাল প্রামাণিকসহ দুই জনের বিরুদ্ধে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়